জ্যাক মার উপদেশ : বয়স অনুয়ায়ি আপনার এখনই কি করা উচিত?

[wpseo_breadcrumb]

জ্যাক মার উপদেশ


“দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের। তুমি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকো, তবে দরিদ্র হয়ে থাকাটা তোমার কপালের দোষ নয়, তুমি এটা ডিজার্ব করো।

কারণ, তুমি তোমার যুবক বয়সকে ঠিকমতো কাজে লাগাতে পারোনি, তুমি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করেছো”।

কথাগুলোকে কে কীভাবে দেখেন? আলোচনার শুরুতে এই প্রশ্নটি রাখছি আপনাদের উদ্দেশ্যে। যদি আমার কথা বলেন, আমার বিশ্বাস এমনটাই।

এই কথাগুলো বলেছেন, অনলাইন দুনিয়ার সবচেয়ে সফল ও বুদ্ধিমান ব্যক্তি জ্যাক মা। যার বর্তমান সম্পদের পরিমাণ ৩৭ বিলিয়ন ইউ এস ডলার। বর্তমান বয়স ৫৪ বছর। 

বিশ্বের অন্যতম সফল ই-কমার্স সাইট আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা। শূন্য থেকে পৃথিবীর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠানের মালিক জ্যাক মার এই যাত্রাটা মোটেও সহজ ছিল না।

উত্থান পতনের অনেক অভিজ্ঞতার পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন তিনি। স্বপ্নবাজ মানুষদের জন্য তিনি বয়স অনুয়ায়ি কখন কি করতে হবে, তার একটা রূপরেখা একে দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক তার সেই পরামর্শগুলো। 


আপনার বয়স কি ২৫ এর মধ্যে?


জ্যাক মার মতে, কোন কিছু নিয়ে একদম চিন্তা করবে না। যেকোন ভুলই তোমার জন্য অর্জন। দিনশেষে, যা হবে তোমার দারুণ কিছু পুঁজি।

তাই আমি নিজেকে এবং তরুণদেরকে বলি, ২০ বছরের আগেই খুব ভাল ছাত্র হও। আর উদ্যোক্তা হতে হলে, কিছু অভিজ্ঞতার সঞ্চয় করো।

 


আপনার বয়স কি ৩০ বছরের মধ্যে?


জ্যাক মার মতে, বয়স ৩০ হওয়ার আগেই কাউকে নিজের রোল মডেল হিসেবে ফলো করো। ছোট কোন প্রতিষ্ঠানে যোগ দাও। সাধারণত বড় প্রতিষ্ঠান প্রোসেসিং শেখার জন্য ভাল।

সেখানে তুমি বড় একটা যন্ত্রের অংশ। কিন্তু যখন তুমি ছোট কোন প্রতিষ্ঠানে যাবে, কীভাবে ধৈর্য ধরতে হয়, তা শিখবে। কীভাবে স্বপ্ন দেখতে হয়, শিখবে। তুমি জানবে, কীভাবে একসাথে অনেক অনেক কাজ করতে হয়।

তাই ৩০ বছর হওয়ার আগে, কোন প্রতিষ্ঠানে যাচ্ছো সেটা না, বরং কোন বসকে তুমি ফলো করছো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। একজন আদর্শ বস তোমাকে ভিন্নভাবে শেখাবে।


আপনার বয়স কি ৩০ থেকে ৪০ এর মধ্যে?  


জ্যাক মা বলেন, ৩০ থেকে ৪০, এই বয়সের মধ্যে তোমাকে খুব পরিষ্কারভাবে ভাবতে হবে। যখন তুমি একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে নিজের জন্য কাজ করছো।


আপনার বয়স কি ৪০ থেকে ৫০?  


জ্যাক মার মতে, তোমার শুধু এমন কাজগুলো করা উচিত যাতে তুমি দক্ষ। নতুন কোথাও যাওয়ার চেষ্টা করো না, অনেক দেরি করে ফেলেছো।

হয়ত সফল হতে পারো, কিন্তু ব্যর্থতার সম্ভাবনা এতে অনেক বেশি। তাই ৪০ থেকে ৫০, এই বিষয়গুলো নিয়ে ভাবো যে, কীভাবে তোমরা তোমাদের দক্ষতার জায়গাগুলোতে আরও ভাল করতে পারো।

পড়তে ক্লিক করুন– দুঃসময় মোকাবেলার জন্য জ্যাক মার ১০টি উক্তি

 


আপনার বয়স কি ৫০ থেকে ৬০?


জ্যাক মা বলেন, বয়স যদি ৫০ থেকে ৬০ হয়, তবে তরুণদের জন্য কাজ করো। কারণ তরুণরা তোমার চেয়েও ভালভাবে কাজ করতে পারবে। তাই তারা যথেষ্ট ভাল এটা নিশ্চিত হয়ে, তাদের উপর বিশ্বাস রাখো, ঠিকভাবে তাদের যত্ন নাও।  


৬০ বছরের বেশি হলে কি করবেন?


তার মতে, নিজেকে পরিবর্তনের জন্য অনেক দেরি হয়ে গেছে। এখন নিজের জন্য সময় দাও।


তবে, ২৫ বছর বয়সীদের জন্য আমার পরামর্শ হচ্ছে-

অনেক অনেক ভুল করো। চিন্তার কিছু নেই। তুমি পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে। আবার পড়ে যাবে, উঠে দাঁড়াবে। এনজয় করো।

যারা ভিজ্যুয়াল লার্নার তাঁরা আমাদের নিচের ভিডিওটি দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান। 

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top