তমিজ উদ্দীন লোদীর তিনটি কবিতা
অভিযাত্রী সাহিত্য পাতায় কবি তমিজ উদ্দীন লোদীর কবিতা যে ঝড় যে ঝড় তুলে তুমি যাচ্ছিলে তার গতি অকস্মাৎ রুদ্ধ হয়ে গেছে গাড়লেরা নেমেছে রাস্তায় তারা এখন লোফালুফি খেলে। তারা এখন করাতকলের মতো চিরে যাচ্ছে মূল্যবোধ নামের তরু তারা ডেকে আনছে ঈশানের মেঘ চাঁদকে আড়াল করবে বলে ছড়িয়ে দিচ্ছে গুঁড়ো গুঁড়ো বিষ, সায়ানাইড তরল তারা নেমে যাচ্ছে … Read more