অনুপ্রেরণামূলক বাণী: সন্দীপ মহেশ্বরীর ২১টি উক্তি

সন্দীপ মহেশ্বরীর উক্তি

সন্দীপ মহেশ্বরীর অনুপ্রেরণামূলক বাণী: 

সংক্ষিপ্ত জীবনী: সন্দীপ মহেশ্বরীর


সন্দীপ মহেশ্বরীইমেজবাজারের ফাউন্ডার এবং সিইও। ভারতে দ্রুততম সময়ের মধ্যে উঠে আসা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সন্দীপ মহেশ্বরী। প্রায় সব উদ্যোক্তাদের যে ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়, তার ক্ষেত্রেও তেমনি নানান উত্থান ও পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেক কাঠ কয়লা পুড়িয়ে তিনি আজকের এই অবস্থানে।
সন্দীপ মহেশ্বরী বিনামূল্যে বিভিন্ন সেমিনারে কথা বলে মানুষকে অনুপ্রাণিত করেন। যা বলেন নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলেন। ভারতের অদ্বিতীয় একজন মোটিভেশনাল স্পিকার তিনি।
কিছুদিন আগে অভিযাত্রীতে সন্দীপ মহেশ্বরীর জীবনের ব্যর্থতা ও সফলতার গল্প নিয়ে একটি লেখা প্রকাশিত হয়েছিল। অভিযাত্রীতে সন্দীপ মহেশ্বরীর জীবনী পড়তে ক্লিক করুন। 


সন্দীপ মহেশ্বরীর সেরা অনুপ্রেরণামূলক ২১টি উক্তি


১. সাফল্যের জন্য কেন ব্যর্থতা প্রয়োজন:

সফলতা আসে অভিজ্ঞতা থেকে। আর অভিজ্ঞতা হয়, সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে।


২. লোকের কথায় কান দেওয়া: 

সবচেয়ে ভয়ংকর রোগ হচ্ছে- মানুষ কি বলবে এটা ভাবা।


৩. জীবন সবাইকে সুযোগ করে দেয়: 

জীবন তোমার অপেক্ষায় আছে, নিজের সেরাটা উজাড় করে দাও।


৪. মানুষের পাশে দাঁড়ানো: 

যদি তোমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি কিছু থাকে,
তাহলে তা এমন মানুষদের সাথে শেয়ার কর, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন।


৫. নিজের প্রতি বিশ্বাস: 

ঠিক যখন থেকে তুমি নিজেকে নিজে গুরুত্ব দিতে পারবে, সারা পৃথিবী তখন থেকে তোমাকে গুরুত্ব দিবে।


৬. জীবনের গুরুত্ব নিয়ে: 

সবসময় একটা কথা মনে রাখবে, তুমি তোমার সমস্যাগুলোর চেয়ে অনেক বেশি বড়।


৭. নিজের ভেতরের শক্তিশালী মানুষটা: 

যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো, যে তোমার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে একটু আয়নার সামনে দাঁড়াও। মানুষটা পেয়ে যাবে।


৮. শেখার গুরুত্ব নিয়ে: 

সবসময় শিখতে থাকো, যে শিখে সে বেঁচে থাকে, আর যে শেখা বন্ধ করে দেয় সে জীবিত থেকেও মৃত।


৯. নিজের ভাল দিকগুলো থেকে অনুপ্রাণিত হওয়া: 

ব্যর্থতার জন্য নিজেকে তিরস্কার করা বন্ধ করো। তুমি যা অর্জন করেছো, তার জন্য নিজেকে অনুপ্রাণিত করো।


১০. সফল ও ব্যর্থ মানুষদের মধ্যে চিন্তার পার্থক্য: 

সফল মানুষেরা অন্যদের চেয়ে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের চেয়ে আলাদা।


১১. নিজেকে পরিবর্তন করা: 

তোমার নিজেকে পরিবর্তন করার ইচ্ছা নিশ্চিতভাবে তুমি যেখানে আছো সেখানে থাকার ইচ্ছার চেয়ে অনেক বড়।


১২. নিজের ভেতরের অসীম শক্তি: 

তুমি যা চাও, তার সবই তোমার ভেতর আছে। নিজের ভেতরটা খুঁজে দেখো, পেয়ে যাবে।


১৩. জীবনে টাকার গুরুত্ব: 

একটি গাড়ি চালাতে যেমন জ্বালানী গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্ব টাকার। এর বেশিও না, এর কমও না।


১৪. চিন্তাকে নিয়ন্ত্রন করা: 

তোমার চিন্তাকে নিয়ন্ত্রন করতে শেখো, অন্যথায় চিন্তা তোমাকে নিয়ন্ত্রন করবে।


১৫. কর্ম এবং পরিকল্পনা একসাথে: 

পরিকল্পনা ছাড়া কাজ এবং কাজ ছাড়া পরিকল্পনা করা তোমাকে ১০০% ব্যর্থ করবে।


১৬. ভালবাসার কাজ: 

নিজের পছন্দের কাজ করতে কখনো ভয় পাবে না।


১৭. ইচ্ছাশক্তি: 

তোমার ইচ্ছার কাছে পৃথিবীর সব বাধাই নস্যি।


১৮. জীবনের বাস্তবতা: 

সফলতা সবসময় লুকিয়ে লুকিয়ে আসে, কিন্তু ব্যর্থতা সবার সামনে গালে চর দিয়ে আসে। 


১৯. কোন একটি কাজে নামার আগে ভাবুন:

হাজারটা কারণ নয় বরং এমন একটি বড় কারণ খুঁজে বের করো, যার জন্য তুমি কোন একটি কাজ করতে চাও। 


২০. সফলতা আসলে কি:

তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া।   


২১. কেন নিজেকে আরও বেশি শক্তিশালী করতে হবে:

তোমাকে শক্তিশালী হতে হবে অন্যদের হারিয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে শক্তি অর্জন করতে হবে যেন অন্যারা তোমাকে হারাতে না পারে।  


প্রিয় পাঠক! আপনাদের কেমন লেগেছে- 

সন্দীপ মহেশ্বরীর অনুপ্রেরণামূলক উক্তিগুলো?

আর আগামী পর্বে কার মোটিভেশনাল বাণী পেতে চান কমেন্ট করে জানান।


আরও পড়ুন: 

দুঃসময় মোকাবেলার জন্য জ্যাক মার ১০টি উক্তি

সফলতার সূত্র: অনুপ্রেরণামূলক ১০টি উক্তি

স্বামী বিবেকানন্দের ১০টি বানী | ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে 

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top