প্রেমপর্ব | সমীর আহমেদের কবিতা
অভিযাত্রী সাহিত্য পাতায় কবি সমীর আহমেদের কবিতা প্রেমপর্ব ৭২ একটি প্রলম্বিত বিকাল শুয়ে আছে দীঘির শান্ত জলে, সমাগত সন্ধ্যার প্রগাঢ় অন্ধকারে উঠবে জ্বলে অন্ধ পেঁচার চোখ। দূরে নির্জন প্রান্তরের বেদনা নিয়ে চুপ করে বসে আছে বিষণ্ণ বাতাস। যে-কোনো সময় সে তুলে দেবে দীঘির শান্ত জলে নিঃসঙ্গ ঢেউ। জলের কল্লোলের কাছে জমা রেখে অমীমাংসিত … Read more